চট্টগ্রামে ২ জেএসএস কর্মী অস্ত্রসহ গ্রেফতার
৩ মার্চ ২০১৯ ১৩:০১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তারা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন মানবেন্দ্র নারায়ণ লারমা সমর্থিত জনসংহতি সংহতি সমিতির (জেএসএস) কর্মী বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার দুইজন হলেন- রাঙামাটির সদরের চিররতী চামকা (২৩) ও খাগড়াছড়ি গুঁইমারার মিন্টু চাকমা (২৭)।
রোববার (০৩ মার্চ) সকালে নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি টেক বাজারে একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মিজানুর রহমান সারাবাংলাকে জানান, দুজনকে গ্রেফতারের পর বাসায় তল্লাশি করে একটি বিদেশি কাটা রাইফেল, একটি পিস্তল ও পাঁচ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।
‘গ্রেফতার দু’জন দুই বছর ধরে চট্টগ্রামে আছেন। চট্টগ্রাম থেকেই পার্বত্য জেলায় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তারা যোগাযোগ রাখতেন।’
দু’জনকে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড এবং হেফাজতে অস্ত্র রাখার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
এর আগে, গত ১১ ফেব্রুয়ারি রাতে একই সংগঠনের আরও দু’জন কর্মীকে গ্রেফতার করা হয়েছিল।
সারাবাংলা/আরডি/এনএইচ