Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ১০০ স্বর্ণের বারসহ আটক ২


৩ মার্চ ২০১৯ ১৪:৩৫ | আপডেট: ৩ মার্চ ২০১৯ ১৮:২৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ১০০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। ওই গাড়ি থেকে দু’জনকে আটক করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারের ওজন প্রায় ১২ কেজি এবং দাম প্রায় সাড়ে ৪ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৩ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর কোতোয়ালী থানার সিআরবি এলাকায় প্রাইভেট কারটি আটকে তল্লাশি চালায় পুলিশ।

আটক দু’জন হল- গাড়িচালক বিলাল হোসেন (২৮) এবং স্বর্ণের বাহক লাভু সাহা (৫৯)।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এস এম মোস্তাইন হোসেন সারাবাংলাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা সিআরবি এলাকায় প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি করি। লাভু সাহা’র কোমরে বাঁধা বেল্টে স্বর্ণের বারগুলো ছিল। দু’জনই বাহক বলে আমাদের ধারণা। তারা জানিয়েছে- নগরীর বদনা শাহ’র মাজার এলাকায় এক ব্যক্তি তাদের স্বর্ণের বারগুলো দিয়ে নারায়ণগঞ্জে পৌঁছে দেবার কথা বলেছেন। নারায়ণগঞ্জ থেকে তাদের ঢাকায় যাবার কথা ছিল।’

তিনি জানান, ১০০ পিস স্বর্ণের বারের ওজন ১১ কেজি ৬৬২ গ্রাম। দাম ৪ কোটি ৪৫ লাখ টাকা।

জিজ্ঞাসাবাদে লাভু সাহা নিজেকে লবণ ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

তিনি বলেন, স্বর্ণের বারগুলো অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে। এই চক্রের সঙ্গে কারা জড়িত সেটা জানতে আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

সারাবাংলা/আরডি/এসএমএন

চট্টগ্রাম স্বর্ণের বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর