Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ট্যাক্সের আওতা বাড়াতে কমিটি করা হয়েছে’


৩ মার্চ ২০১৯ ১৮:৫৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ট্যাক্সের আওতা বাড়াতে কমিটি করা হয়েছে। তবে আওতা বাড়লেও ট্যাক্স রেট কমানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া।

রোববার (৩ মার্চ) বিকেলে ‘অংশীজন রাজস্ব সংলাপে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। রাজধানীর শিল্পকলা একাডেমিতে কর অঞ্চল-১ এই সংলাপের আয়োজন করে।

মোশাররফ হোসেন বলেন, ‘ট্যাক্সের আওতা বাড়ানো দরকার। প্রয়োজনে ট্যাক্স রেট কমানো হবে। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আমাদের কর জিডিপির শতকরা হার ১০ শতাংশ। কর জিডিপির হার বাড়লে আমাদের জন্য ভালো হবে।’

১৮ কোটি মানুষের মধ্যে সরাসরি ১ কোটি মানুষও কর দেয় না জানিয়ে তিনি বলেন, ‘এজন্য ট্যাক্স প্রদানকারীর সংখ্যা বাড়ানো হবে। ট্যাক্স জিডিপি না বাড়লে দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নত দেশের ট্যাক্স রেট আমাদের চেয়ে অনেক বেশি। সেজন্য তারা এগিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের সময়ে সামাজিক নিরাপত্তা বেড়েছে। বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে। দিনদিন বিদেশি সহায়তা কমে যাচ্ছে। রাজস্ব আহরণ কম হলে সরকারকে ব্যাংক থেকে ঋণ নিতে হয়। ফলে ব্যাংককেও পরবর্তীতে সমস্যায় পড়তে হয়। তাই রাজস্ব আয় বাড়ানো ছাড়া অন্য উপায় নেই।’

পরিবহন সেক্টরকে ট্যাক্সের আওতায় আনা হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘কিছু কিছু পরিবহন সেক্টর দল গঠন করে ঐক্যবদ্ধভাবে ট্যাক্স এড়িয়ে যায়। আবার ট্যাক্স বাড়ানো হলে তারা যাত্রীদের ওপর ভাড়া বাড়িয়ে দেয়। তখন আমাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কিন্তু আমরা এবার কঠোর হচ্ছি। পরিবহন সেক্টরকে ট্যাক্সের আওতায় আনা হবে, আবার যাত্রী যেন হয়রানি না হয় সেটাও লক্ষ্য থাকবে।’

পড়ে থাকা সম্পত্তি ও জমি করের আওতায় আনা হবে বলে জানান মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘অনেকে ব্যবসা করলে ট্যাক্স দিতে হবে বলে জমি ক্রয় করে ফেলে রাখেন। কিন্তু দিন শেষে সেই সম্পত্তির মূল্য বাড়তে থাকে। এজন্য পড়ে থাকা সম্পত্তি বা জমি করের আওতায় আনা হবে। পাশাপাশি জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন ফি রয়েছে সেটা কমানো হবে। তাহলে রাজস্ব একটু হলেও বাড়বে।’

এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে চেয়ারম্যান বলেন, ‘সৎ থাকতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। ব্যক্তিস্বার্থে কাজ করলে দেশের ক্ষতি হয়। প্রয়োজনে আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হলেও দৃষ্টান্ত স্থাপন করতে চাই।’

কর অঞ্চল-১ ঢাকা’র কর কমিশনার নাহার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য রাখেন- এনবিআর সদস্য গ্রেড-১ (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) কালিপদ হালদার, সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, কাতার এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) জয়প্রকাশ নায়ারসহ প্রমুখ।

সারাবাংলা/এসজে/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর