Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সরানো হচ্ছে কেমিক্যাল কারখানা’


৩ মার্চ ২০১৯ ১৯:২৪ | আপডেট: ৩ মার্চ ২০১৯ ১৯:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরিয়ে নেওয়ার বিষয়ে নীতিমালার কথা ভাবছে সরকার। রোববার (৩ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান।

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিক) জানেন, পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি যেভাবে বলেছেন সেই নির্দেশনা অনুসারেই কেমিক্যাল ফ্যাক্টরি সরিয়ে দেওয়া হবে। এ বিষয়ে একটি নীতিমালা করে আমরা এগুতে চাই। যাতে সবাই এই নীতিমালার মধ্যে আসে।’

বিজ্ঞাপন

এক্ষেত্রে ঢাকা দক্ষিন সিটির মেয়র যেভাবে চাচ্ছেন, সেইভাবে তাকে সহযোগিতা করা হবে বলেও জানান মন্ত্রী।

কতদিন নাগাদ এই নীতিমালা করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই এটা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি দিকনির্দেশনা দিয়েছেন। সেই অনুসারেই এসব ফ্যাক্টরি সরিয়ে নেওয়া হবে। ব্যবসায়ীরা নিজেরাও কথা দিয়েছেন, নিজেরা এসব ফ্যাক্টরি সরিয়ে নেবেন।’

তিনি আরও বলেন, ‘কেমিক্যাল কারখানার বিষয়টি অনেকগুলো মানুষের সঙ্গে সম্পৃক্ত। এতগুলো মানুষের জীবন চলে গেল। এটা জনসাধারণের সঙ্গে সম্পৃক্ত বিষয়। এখানে ব্যবসায়ীরা আপত্তি করেছেন। তবে মেয়র একটি সিদ্ধান্ত দিয়েছেন। তিনি কীভাবে তার শহরকে ভাল রাখবেন এটা তার কাজ। আমরা জাতীয়ভাবেও নির্দেশনা দিয়ে যাচ্ছি।’

এছাড়া মন্ত্রী বলেন, ‘আমরা এর আগে জাতীয়ভাবে একটি সিদ্ধান্ত দিয়েছিলাম। এই আবাসিক এলাকায় কোনো দাহ্য পদার্থের ফ্যাক্টরি থাকবে না। কিন্তু তারা এর আগে সরিয়ে নেয়নি। যার খেসারত কিছুদিন আগে আমাদের দিতে হলো। এইবার আমরা সিরিয়াসলি বিষয়টি দেখবো।’

সারাবাংলা/এইচএ/এমআই

কেমিক্যাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর