২৫শে মার্চ এক মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ
৩ মার্চ ২০১৯ ১৯:৫১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে ব্লাক আউট পালন করা হবে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই এক মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ।
২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রোববার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত একটি মিটিং শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ওইদিন শুধু কেপিআইভুক্ত এলাকা ব্ল্যাক আউটের বাহিরে থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে সুষ্ঠ ও সুন্দরভাবে পালনের জন্য নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যগণ যাতে সাভার স্মৃতিসৌধে সুষ্ঠুভাবে যেতে পারেন, সে জন্য রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিদেশি কূটনীতিকদের আসা-যাওয়ার ব্যবস্থা করা হবে। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা যেন যথাযথভাবে উড়ানো হয় এবং পতাকার মাপ ও রং যেন ঠিক থাকে সে ব্যাপারেও মনিটরিং করা হবে।’
২৬শে মার্চের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, সেখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া ওইদিন দেশের সকল সরকারি হাসপাতাল, কারাগার ও বৃদ্ধাশ্রমে ভালো খাবারের ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।
সারাবাংলা/এইচএ/এমআই