Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার কানাডা সরকারের বিরুদ্ধে মেং ওয়ানঝৌর মামলা


৪ মার্চ ২০১৯ ০৯:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

টেলিকম জায়ান্ট হুয়াওয়েইর প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়ানঝৌ কানাডা সরকারের বিরুদ্ধে দেশটির আদালতে মামলা করেছেন। মামলায় সীমান্ত সংস্থা, পুলিশ ও সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) ব্রিটিশ কলম্বিয়া সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

মেং ওয়ানঝৌ হুয়াওয়েইর প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইর মেয়ে ও প্রতিষ্ঠানটির ডেপুটি চেয়ারম্যান। ইরানের ওপর আরোপিত মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে তাকে যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডা গত বছরের ১ ডিসেম্বর ভ্যানকৌবার থেকে গ্রেফতার করে। এখন তাকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: মেং ওয়ানঝৌ গ্রেফতার: আরও জটিল হতে পারে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক

প্রভাবশালী এই চায়না কোম্পানির শীর্ষ কর্মকর্তা গ্রেফতারের ঘটনায় পশ্চিমাদের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। চীন বিষয়টিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছে।

মামলায়, রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমিপি), কানাডিয়ান বর্ডার সার্ভিস (সিনিএসএ) এবং ফেডারেল গর্ভমেন্টকে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী করা হয়েছে।

মেং ওয়ানঝৌ জানান, মিথ্যে অভিযোগের ভিত্তিতে বর্ডার সার্ভিস তাকে জিজ্ঞাসাবাদ করে ও পরে পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে আটকে রাখা ‘বেআইনি’ ও ‘জবরদস্তিমূলক’ বলেও উল্লেখ করেছেন তিনি।

সারাবাংলা/এনএইচ

ইরান কানাডা চীন মেং ওয়ানঝৌ যুক্তরাষ্ট্র হুয়াওয়েই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর