Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রক্তের দাগ লাগবে বলে গাড়িতে নেয়নি পুলিশ, রাস্তায় মৃত্যু ২ তরুণের


২০ জানুয়ারি ২০১৮ ২১:৩০

আন্তর্জাতিক ডেস্ক

গাড়িতে রক্তের দাগ লাগবে বলে দুর্ঘটনায় আহত দুই তরুণকে হাসপাতালে নিতে অস্বীকার করে পুলিশ। ফলে চিকিৎসার অভাবে রাস্তাতেই তাদের মৃত্য হয়। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

স্থানীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে আনন্দবাজার জানায়, ওই দুই তরুণ বহুক্ষণ ধরে রাস্তায় পড়েছিল। এ সময় পথচারীরা কয়েকটি গাড়ি থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে হেল্প ডেস্কে ডায়াল করে পুলিশের সহায়তা চায়।

যথাসময়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে পথচারীদের দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করে। এসময় পুলিশ বলে, গাড়িতে রক্তের দাগ লেগে যাবে। রাতে ডিউটিতে অসুবিধা হবে।

এ ঘটনা পথচারীদের কেউ কেউ ক্যামেরায় ধারণ কর। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে তা সমালোচনার ঝড় তোলে।

অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশ পুলিশের ডিজি আনন্দ কুমার। তিনি বলেন, এমন উদাসীনতা ও অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তদন্তে অভিযোগ প্রমাণিত হলে, অভিযুক্ত পুলিশ কর্মীদের বরখাস্ত করা হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসআরপি/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর