পাকিস্তানে তুষারপাতে শিশুসহ মৃত্যু ১০ জনের, উদ্ধার ১৫০০ পরিবার
৪ মার্চ ২০১৯ ১৭:৩১
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন অংশে ভারী তুষারপাত ও বৃষ্টিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচ জন শিশু। এছাড়া, হেলিকপ্টার দিয়ে ১৫০০ পরিবারকে উদ্ধার করেছে পাকিস্তান সেনাবাহিনী। খবর ফার্স্টপোস্টের।
উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টি ও তুষারপাতে সৃষ্টি হয়েছে ভারী বন্যার। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, চামান, বোলান, খুজদার, পিশিন, লাসবেলা, ডালবান্দিন, কিলা আব্দুল্লাহ ও কেচ। অঞ্চলগুলোতে গৃহহারা হয়েছেন হাজারো পরিবার।
এক কর্মকর্তা বলেন, আমাদের কাছে খবর আছে যে, বিভিন্ন এলাকায় চরম বৈরি আবহাওয়ার কারণে ১০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, স্থানীয় গণমাধ্যমে, প্রতিবেদনে তুষারপাত, বৃষ্টি ও বন্যার কারণে পাকিস্তানের অন্যান্য অঞ্চলে দুই ডজনের মতো মৃত্যুর কথা বলা হয়েছে। এ বছর পাকিস্তানে শীত অস্বাভাবিক দীর্ঘ হয়েছে।
পাকিস্তানে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা রোববার (৩ মার্চ) জানিয়েছেন, বেলুচিস্তানে বন্যা আক্রান্তদের সাহায্যে নেমেছে তারা।
আইএসপিআর’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে দুরেজি ও কিলা আব্দুল্লাহ এলাকা থেকে প্রায় ১৫০০ পরিবারকে উদ্ধার করেছে। এছাড়া অন্যান্য বৃষ্টি আক্রান্ত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ করা হয়েছে। প্রদেশের বিভিন্ন জায়গা থেকে পরিত্যক্ত গাড়িও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
সারাবাংলা/ আরএ