Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে চুরি যাওয়া ৬০০০ কচ্ছপ উদ্ধার


৪ মার্চ ২০১৯ ১৮:০২

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভারতে চুরি যাওয়া ৬ হাজারের বেশি পরিষ্কার পানির কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। পাচারকারীরা এই কচ্ছপগুলো দেশের বাইরে পাঠানোর পরিকল্পনা করছিল। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, কচ্ছপগুলো উত্তর প্রদেশের আমেথি শহরের নিকট থেকে উদ্ধার করা হয়েছে। এগুলো কলকাতায় পাঠানোর পরিকল্পনা করছিল পাচারকারীরা। সেখান থেকে কচ্ছপগুলো দেশের বাইরে পাঠানোর পরিকল্পনা ছিল।

এদিকে, এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি কচ্ছপ উদ্ধারের ঘটনা ছিল এটি।

উল্লেখ্য, উদ্ধারকৃত কচ্ছপগুলো বিলুপ্তপ্রায় নয় তবে প্রায়ই এগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাচার হয়ে থাকে। সেখানে চড়া দামে বিক্রি হয় কচ্ছপের মাংস ও খোল।

স্থানীয়ভাবে গঙ্গার অববাহিকা থেকে ধরা হয় কচ্ছপগুলো। গঙ্গার পানিতে মারা যাওয়া প্রাণী খেয়ে পানি পরিষ্কার রাখতো তারা।

উত্তর প্রদেশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান অরবিন্দ চতুর্বেদি বলেন, বন্যপ্রাণি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, দেশের বন্যপ্রানি চুরি ও উদ্ধারের ইতিহাসে সংখ্যা ও ওজন বিবেচনায় এটাই সবচেয়ে বেশি প্রাণী উদ্ধারের ঘটনা।

চতুর্বেদি জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তি কচ্ছপ চুরি ও পাচার সম্পর্কিত একটি নেটওয়ার্কের ‘কিংপিন’। এ ঘটনায় আরও কয়েকজনকে গ্রেফতার করা হবে।

সারাবাংলা/ আরএ

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর