Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনের বিরতিতে সূচকের বড় দরপতন


৪ মার্চ ২০১৯ ১৮:২৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: একদিন বিরতি দিয়ে আবারো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে দিনশেষে আর্থিক লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৩ টি কোম্পানির ১২ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ৪২৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩ টির, কমেছে ২২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টি কোম্পানির শেয়ার। দিনশেষে ডিএসইতে ৬৮২ কোটি ১ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এটি আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা বেশি।

এদিন, ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪০ পয়েন্ট কমে ৫ হাজার ৬৮২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৯৯১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩০৯ পয়েন্টে নেমে আসে।

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মুন্নু সিরামিক, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, স্কয়ার ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, ফরচুন সুজ, সিঙ্গার বিডি, ন্যাশনাল টিউবস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও আলিফ ইন্ডাস্ট্রিজ।

দাম বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জেনেক্স ইনফোসিস, মার্কেন্টাইল ইন্সুরেন্স, কে এন্ড কিউ, সাফকো স্পিনিং, ইস্টল্যান্ড ইন্সুরেন্স, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রনী ব্যাংক মিঃ ফান্ড, সোনার বাংলা ইন্সুরেন্স, রূপালী ব্যাংক লিঃ, রেকিট বেনকিজার ও এবি ব্যাংক ফার্স্ট মিঃ ফাঃ।

অন্যদিকে, দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আরএকে সিরামিকস, মুন্নু সিরামিক, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, ফার্স্ট ফাইন্যান্স, বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট, সি এন্ড এ টেক্সটাইল, মুন্নু স্টাফলার, তুংহাই নিটিং এন্ড ডাইং, রূপালী লাইফ ইন্সুরেন্স ও ইস্টার্ন হাউজিং।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর