Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সঙ্গে ডা. দেবী শেঠির সাক্ষাৎ


৪ মার্চ ২০১৯ ১৮:৩৫ | আপডেট: ৪ মার্চ ২০১৯ ১৯:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। সোমবার (৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অবস্থা ও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন ডা. দেবী শেঠি।

এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, বিএসএমএমইউ-এর অধ্যাপক ডা. এস এম মুস্তাফা জামান।

এর আগে ওবায়দুল কাদেরের চিকিৎসার প্রয়োজনে ঢাকায় আসেন ডা. দেবী শেঠি। ঢাকায় নেমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) যান দেবী শেঠি।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজ-খবর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যান ভারতের প্রখ্যাত এই চিকিৎসক।

সারাবাংলা/এনআর/একে

আরও পড়ুন-

এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল
লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের
ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ও স্পিকার
ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়’
হার্টে রিং পরানো হয়েছে, ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ওবায়দুল কাদের

দেবী শেঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর