Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবহন প্রতিষ্ঠানে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৫


৪ মার্চ ২০১৯ ১৯:১০

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা পরিবহন প্রতিষ্ঠানে ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৪ মার্চ) ভোররাতে নগরীর সদরঘাট থানার এস আর বিল রেল গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন।

গ্রেফতার পাঁচজন হল- মো. জসীম উদ্দিন (২৪), মো. জসীম (২৭), শাহ আলম ওরফে তোয়াইন্না (২৩) ও মো. বাদল (২৮)।

তাদের কাছ থেকে পাঁচটি কিরিচ ও একটি কোরাবাড়ি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

ওসি নেজাম বলেন, রাতে বন্ধ থাকা ট্রান্সপোর্ট এজেন্সিগগুলোতে তালা ভেঙ্গে ডাকাতি করার প্রস্তুতি নিয়েছিল তারা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যাবার চেষ্টা করে। আমরা ধাওয়া দিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছি।

গ্রেফতার পাঁচজনের মধ্যে জসীম উদ্দিন ও শাহ আলমের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে আগের তিনটি করে মামলা আছে বলে ওসি ।

সারাবাংলা/আরডি/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর