Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান ছিনতাইচেষ্টা তদন্ত: ২ নিরাপত্তা কর্মকর্তা, ৩ আনসার বরখাস্ত


৪ মার্চ ২০১৯ ১৯:০১

রানওয়েতে দাঁড়িয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সন্ত্রাসীর কবলে পড়া বিমানটি

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিমান ছিনতাইচেষ্টার ঘটনার সময় দায়িত্বরত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচকের) দুই নিরাপত্তা কর্মকর্তা ও তিন আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিমানবাহিনীর এক সার্জেন্টকে প্রত্যাহার করা হয়েছে।

বেবিচকের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

বরখাস্তরা হলেন— সিভিল এভিয়েশনের সিকিউরিটি সুপারভাইজার লেহাজ উদ্দিন ভূঁইয়া, নিরাপত্তারক্ষী ইউনুস হাওলাদার, আনসার সদস্য আলিম হোসেন, মাহফুজুর রহমান ও সাদ্দাম হোসেন। অন্যদিকে, বিমান বাহিনীর সার্জেন্ট সাজেদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পলাশ আহমেদ নামে এক তরুণ ‘খেলনা পিস্তল’ নিয়ে ক্রুদের জিম্মি করেন। দুবাইগামী ওই ফ্লাইটটি এরপর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করলে যাত্রী এবং কেবিন ক্রুরা বাইরে আসার পর কমান্ডো অভিযানে ওই যুবক মারা যান।

সারাবাংলা/এইচএ/টিআর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর