Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা ব্যাংকের ৯ কর্মকর্তাকে দুদকের তলব


৪ মার্চ ২০১৯ ১৯:২১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) ৯ জন কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, জালিয়াতির মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।

সোমবার (৪ মার্চ) দুদকের উপপরিচালক সামছুল আলম তাদের তলব করে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে আগামী ৬ মার্চ রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের হাজির হতে বলা হয়েছে।

সূত্র জানায়, সেই সঙ্গে এসব কর্মকর্তারা যেন যথাসময়ে দুদকে উপস্থিত থাকেন- সেই ব্যবস্থা নিতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকেও চিঠি দেওয়া হয়েছে।

পদ্মা ব্যাংকের কর্মকর্তারা হলেন, শেরপুর শাখার অপারেশন্স ম্যানেজার এডিএম সোলাইমান, ক্রেডিট অফিসার কামরুল ইসলাম, ইমাম হোসাইন, মো. আবদুল্লাহ ও ট্রেইনিং অ্যাসিসটেন্ট অফিসার মো. আবু নাঈম, প্রধান কার্যালয়ের করপোরেট ব্যাংকিং ডিভিশনের এসভিপি অলক কুমার বিশ্বাস, হেড অব এইচআরডি রিতা সেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহজাহান আমিন এবং গুলশান শাখার হেড অব সিএডি আশীষ কুমার লস্কর।

সারাবাংলা/এসজে/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর