আটক নারীর তথ্যে ৪ হাজার পিস ইয়াবা জব্দ
৪ মার্চ ২০১৯ ১৯:৫৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এদিন মাদক রাখার অপরাধে মোট চারজনকে আটক করা হয়।
সোমবার (৪ মার্চ) দুপুরে নগরীর শাহ আমানত সেতুর পাশে গোল চত্বর এলাকা থেকে এক নারীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
আটক চারজন হলেন, পুনে মালা চাকমা (২২), কেমেচিং চাকমা (২৫), উমে চাকমা (৩৫) ও উন চাকমা (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শাহ আমানত সেতুর পাশে গোল চত্বর এলাকা থেকে পুনে মালাকে আটক করা হয়। তার কাছে ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই চক্রের তিনজনকে আটক করা হয়।
তিনি বলেন, নাসিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসা থেকে কেমেচিংকে আটক করা হয়। তার কাছে ১ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। ফিরিঙ্গিবাজার এলাকা থেকে উমে চাকমা ও বহদ্দারহাট এলাকা থেকে উন চাকমাকে আটক করা হয়। তাদের কাছে দেড় হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।
আটক চারজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে, জানান শামীম আহমেদ।
সারাবাংলা/আরডি/এটি