Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেক হাসপাতাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান


৪ মার্চ ২০১৯ ২০:১৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় ফার্মেসিগুলোতে অভিযান শুরু করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ মার্চ) বিকেলে র‌্যাবের নিবার্হী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান শুরু হয়েছে। এতে সহায়তা করছেন ঔষুধ প্রশাসনের কর্মকর্তারা।

এদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত চারটি দোকানে অভিযান পরিচালনা করেন আদালত। চারটি ফার্মেসি হলো, খান জাহান আলী ফার্মেসি, অপু এন্টারপ্রাইজ, জনতা ফার্মেসি ও শাহজালাল ফার্মেসি। ওই এলাকার ৩৮টি ফার্মেসিতে অভিযান চালানো বলে জানিয়েছেন সারওয়ার আলম।

তিনি আরও জানান, প্রত্যেকটি দোকানে বাংলাদেশে বিক্রি নিষিদ্ধ ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন, পাওয়া গেছে। ওষুধগুলোর সিজার লিস্ট করা হচ্ছে।

ঔষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. আইয়ুব হোসেন বলেন, ঢামেক হাসপাতালের পাশের দোকানগুলোতে যে তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করার কথা- সেই নির্দেশনা মানা হচ্ছে না। এতে ওষুধের গুণগত মান নষ্ট হয়ে যায়।

সারাবাংলা/এসএসআর/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর