Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল


৫ মার্চ ২০১৯ ১২:৫৬

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ভতির পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতালের ৩০০৮ নম্বর ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ডা. কোহ সিয়াম সুন ফিলিপের তত্ত্বাবধানে এখন চিকিৎসাধীন কাদের।

মঙ্গলবার (০৫ মার্চ) সকালে ওবায়দুল কাদেরের অবস্থা জানিয়ে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, হাসপাতালে নেওয়ার ওবায়দুল কাদেরের কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। তার শরীরে কিছু ইনফেকশন ও কিডনির সমস্যা পাওয়া গেছে। তবে ডায়ালাইসিসের প্রয়োজন নেই।

পরীক্ষা-নিরীক্ষাগুলোর প্রতিবেদন দুপুরের পর পাওয়া যাবে জানিয়ে চিকিৎসকের বরাতে বিপ্লব বড়ুয়া বলেন, প্রতিবেদন পাওয়ার পর ওবায়দুল কাদেরের পরবর্তী চিকিৎসা শুরু হবে। তবে তার অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো বলেও জানান তিনি।

ওবায়দুল কাদেররের সঙ্গে সিঙ্গাপুরে হাসপাতালে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য অফিসার আবু নাছের টিপু। তিনি জানান, চিকিৎসা চলছে। তবে এখনও কোন আপডেট নেই। চিকিৎসকরা কিছু জানালে পরবর্তীতে তা জানানো হবে।

আরও পড়ুন: মাউন্ট এলিজাবেথে ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে

সারাবাংলা/জেডএফ/এসএমএন

ওবায়দুল কাদের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল স্থিতিশীল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর