Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলের অবস্থাপনা দূর করতে একমাসের আল্টিমেটাম মন্ত্রীর


৫ মার্চ ২০১৯ ১৩:২৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রেলের অবস্থাপনা ও সেবার মান দেখে সেগুলোর সমাধানে এক মাসের আল্টিমেটাম দিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। একমাস পর আবার তিনি রেল স্টেশনে যাবেন। সেখানকার পরিস্থিতির উন্নতি না ঘটলে তাৎক্ষণিক শাস্তিমূলক যেকোনো ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদে।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে যান মন্ত্রী। সে সময় তিনি রেলের টিকেট বিক্রি পর্যবেক্ষণ করেন ও টিকেট ও প্রযুক্তি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান সিএনএন বিডির কার্যক্রমসহ সামগ্রিক পরিস্থিতি ঘুরে দেখেন।

পরে মন্ত্রী রেল স্টেশনের কর্মকর্তা, টিকিট বিক্রির সঙ্গে জড়িত সব কর্মকর্তা কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরতদের একমাস সময় দেন।

রেলমন্ত্রীর পরিদর্শনের সময় রেল সচিব, রেল মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএ/এমএইচ/এমআই

আরও পড়ুন

কমলাপুর রেলস্টেশনে আগুন

নির্বাচনী ট্রেনযাত্রায় আওয়ামী লীগের নেতারা

ঈদের ট্রেনের টিকেট বিক্রি শুরু, কমলাপুরে উপচে পড়া ভিড়

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর