Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ মার্চ থেকে চট্টগ্রাম-সিলেটের ট্রে‌ন ভ্রমণে এনআইডি বাধ্যতামূলক


৫ মার্চ ২০১৯ ১৩:৩৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী ২০ মার্চ থেকে চট্টগ্রাম ও সিলেটের ট্রেনের টিকেট করতে হলে জাতীয় পরিচয়পত্রের নাম্বার লাগবে। আগে থেকেই সোনার বাংলা ট্রেনে এ পদ্ধতি চালু ছিল। এখন থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ, মহানগর প্রভাতী, গোধূলি, তুর্ণা এক্সপ্রেস ও ঢাকা সিলেট রুটের পারাবত এক্সপ্রেসে যাত্রার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকেট নিতে হবে।

সোমবার (৫ মার্চ) রেলপথ মন্ত্রণালয় সারাবাংলাকে এ তথ্য জানিয়েছে। এরই মধ্যে রেল স্টেশনসহ সংশ্লিষ্ট জায়গায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট, ই-টি‌কি‌টিং ও‌য়েবসাইট, রেলও‌য়ের মোবাইল অ্যাপস ও স্টেশন কাউন্টারে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

রেলওয়ে জানায়, ট্রেন টিকেটের ক্ষেত্রে মূল টিকেট প্রদর্শন বাধ্যতামূলক। টিকিটের কোনো ছবি গ্রহণযোগ্য নয়।

ই-টিকেটের ক্ষেত্রে নিজস্ব আইডিতে সংগৃহীত টিকিটের প্রিন্ট কপি ছবিসহ পরিচয়পত্র বাধ্যতামূলক।

অন্যজনের আইডি দিয়ে কেনা টিকেটের ক্ষেত্রে ট্রেন ছাড়ার আগে স্টেশন থেকে মূলটিকেট সংগ্রহ করতে।
যাত্রীর মোবাইল ফোনের এসএমএস প্রদর্শন করে ট্রেনে ভ্রমণ করা যাবে না।

সারাবাংলা/এসএ/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর