মাদক তৈরির কারখানায় র্যাবের অভিযান, আটক ১
৫ মার্চ ২০১৯ ১৬:১৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামের পাদুয়া এলাকায় মাদকদ্রব্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। আটক করা হয়েছে অশ্রু আহমেদ শামীম নামে একজনকে। উদ্ধার করা হয়েছে মাদক তৈরিতে ব্যবহৃত বিপুল সরঞ্জাম।
সোমবার (৫ মার্চ) রাত আড়াইটায় চৌদ্দগ্রাম উপজেলার বুড়নকরায় এই অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত অশ্রুকে আটক করা হয়েছে। এসময় একটি পোল্ট্রি খামারের পরিত্যক্ত ঘর থেকে ফেনসিডিলের ফ্লেভার, ঘন চিনি, রং, স্পিরিট, খালি বোতল, বোতলের কর্ক লেভেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, আসামি অশ্রু আহমেদ শামীমকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি স্বীকার করেন, এসব কেমিক্যাল ব্যবহার করে সে বিশেষ পন্থায় ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক তৈরি কর হয়। সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে।
পোল্ট্রি ব্যবসার আড়ালে শামীম প্রকৃতপক্ষে মাদক তৈরি ও গোপনে তা বিক্রি করত।
সারাবাংলা/এনএইচ