Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-নেপাল দ্বৈত কর পরিহার চুক্তি সই


৫ মার্চ ২০১৯ ১৬:৪৭

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য সম্পর্ক জোরদার এবং বিনিয়োগের পরিবেশ তৈরির জন্য বাংলাদেশ ও নেপাল এর মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) ২০১৯ মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে এ চুক্তি সই হয়। এর আগে দু’দেশের মধ্যে এ বিষয়ে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি এবং নেপালের পক্ষে সেদেশের সেক্রেটারি, রেভিনিউ লাল শংকর ঘিমির।

দু’দেশের মধ্যে চুক্তি সইয়ের ফলে নেপালের জন্য বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। একইভাবে বাংলাদেশের বিনিয়োগকারীরাও নেপালে বিনিয়োগ করতে উৎসাহী হবেন। একই আয়ের উপর দুই দেশে কর পরিহার করাই এই চুক্তির লক্ষ্য। চুক্তি সইয়ের পর বিনিয়োগকারীকে একই অর্থ বা আয়ের জন্য দু’দেশে আর কর দিতে হবে না। একই ব্যক্তি বা সংস্থা ও প্রতিষ্ঠানের আয়ের ওপর যাতে দুই দফা কর দিতে না হয়, সে লক্ষ্যে বিশ্বব্যাপী দ্বিপক্ষীয় ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি হয়ে থাকে।

বর্তমানে ৩৫টি দেশের সঙ্গে বাংলাদেশের এ ধরনের চুক্তি রয়েছে।

সারাবাংলা/এসজে/জেএএম

এনবিআর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর