Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু গোবিন্দগঞ্জে


৫ মার্চ ২০১৯ ২১:০৮ | আপডেট: ৫ মার্চ ২০১৯ ২১:০৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সাব্বির মিয়া ( ৫ ) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন। তিনি জানান, ট্রাক্টরটিকে আটক করা হলেও চালক এখনও পলাতক।

মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যার উপজেলার তালুক কানপুর ইউনিয়নের সমসপাড়া এলাকাতে এই ঘটনা ঘটে। মৃত সাব্বির মিয়া একই এলাকার পাপলু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু সাব্বির তার মা ও দাদীর সাথে ভ্যানযোগে কাটাখালী বালুয়াঘাট থেকে বাজার করে ভ্যানযোগে বাড়ি ফিরছিলো। এই সময় সমসপাড়া থেকে দ্রুতগতিতে আসা একটি বালু বোঝাই ট্রাক্টর ভ্যানটিকে ধাক্কা সজোরে দেয়। এতে ভ্যানে থাকা শিশু সাব্বির ছিটকে গিয়ে ট্রাক্টরের চাকাতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এই ঘটনাতে শিশু সাব্বিরের মা ও দাদী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সারাবাংলা/এসবি

গাইবান্ধা ট্রাক্টরের চাকায়

বিজ্ঞাপন

আসছে নতুন রাজনৈতিক দল
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর