Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনা: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু


৬ মার্চ ২০১৯ ১১:২০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা গেটের বিপরীত পাশে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে শাকিল চৌধুরী তূর্য (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া বংশালে ট্রাকচাপায় আব্দুর রহমান (৪০) নামের এক পিকআপ ভ্যান চালকের সহযোগী মারা গেছেন।

মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত মধ্যরাতে ও বুধবার (৬ মার্চ) ভোরে এসব দুর্ঘটনা ঘটে।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. আল হেলাল জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বসুন্ধরা গেটের বিপরীত পাশের ফুটপাতের ওপর বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তুর্য।  এ সময় তার মামাত ভাই ফারদিন (২০) আহত হন।

এসআই আল হেলাল আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তুর্যর লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। আর আহত ফারদিনকে ভর্তি করা হয় হাসপাতালে।

জানা গেছে, তূর্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নয়াপল্টনের গাজী ভবনে থাকতেন তিনি। ভাইয়ের বিয়ে উপলক্ষে পাঞ্জাবি গিফট করার জন্য প্রাইভেটকার নিয়ে গুলশান এলাকায় যাচ্ছিলেন তিনি। পরে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে বুধবার ভোর ৫টার দিকে বংশাল আলু বাজার মোড়ে একটি মাটির ট্রাকের ধাক্কায় আহত হন আব্দুর রহমান। পরে স্থানীয়রা তাকে  ঢামেক হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রহমানকে  হাসপাতালে নিয়ে আসা পিকআপের চালক মোজাম্মেল হক জানান, আলু বাজার মোড়ে একটি পিকআপ থেকে মাল নামছিল। পিকআপটির  পাশে দাঁড়িয়ে ছিলেন রহমান। এমন সময়  তাকে ধাক্কা দেয় একটি মাটির ট্রাক।

বিজ্ঞাপন

নিহত রহমানের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে। তিনি গাজীপুর টঙ্গী এলাকায় থাকতেন।

সারাবাংলা/এসএসআর/জেডএফ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর