Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিনে মুক্তি পেলেন ঘসেন


৬ মার্চ ২০১৯ ১৫:২৫

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

জামিনে মুক্তি পেয়েছেন নিসানের সাবেক প্রধান কার্লোস ঘসেন। গ্রেফতারের তিন মাসেরও বেশি সময় পর ৮৯ লাখ ডলার জামিন দিয়ে মুক্তি পেলেন তিনি। খবর বিবিসির।

মঙ্গলবার (০৫ মার্চ) সবাইকে অবাক করে দিয়ে তাকে মুক্তির সিদ্ধান্ত জানায় টোকিওর একটি আদালত। তার বিরুদ্ধে আর্থিক অসদাচরণ ও আস্থা ভঙ্গের অভিযোগ রয়েছে। তিনি সকল অভিযোগ অস্বীকার করেছেন।

ঘসেনের পক্ষে এর আগে একাধিকবার জামিনের আবেদন করা হলেও সেগুলো প্রত্যাখ্যাত হয়।

বুধবার (৬ মার্চ) দেহরক্ষীদের পাহারায় বন্দিশালা ছাড়েন ঘসেন। ভিডিওর মাধ্যমে নজরদারিসহ মুক্ত অবস্থায় কঠিন শর্ত মেনে চলতে হবে তাকে।

নিসান ও ফরাসি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনল্টের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ঘসেন। এছাড়া ২০১৬ সালে মিতসুবিশি প্রতিষ্ঠানটি কেনেন তিনি। তিনটি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান পদের দায়িত্বে ছিলেন ঘসেন।

এদিকে তার মুক্তির আগ দিয়ে ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো ল্য মেইর বলেন, কার্লোস ঘসেন মুক্তি পাচ্ছেন। তিনি একজন ফরাসি নাগরিক। তিনি আরও স্বস্তি নিয়ে নিজের পক্ষে লড়তে পারবেন। যত বেশি তত ভাল।

সারাবাংলা/ আরএ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর