Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মির সীমান্তে ফের গোলাগুলি


৬ মার্চ ২০১৯ ১৫:৩৫

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ঢাকা: কাশ্মির সীমান্তে ফের গোলাগুলিতে জড়িয়েছে ভারত ও পাকিস্তানের সেনারা। বুধবার (০৬ মার্চ) জম্মু ও কাশ্মিরের সীমান্ত অঞ্চলে  (লাইন অব কন্ট্রোল) দুইপক্ষের মধ্যে ভারী গুলি বর্ষণের ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র খবর অনুসারে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কাশ্মিরের রাজৌরি জেলায় হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী। এর জবাবে পাল্টা হামলা চালায় ভারত।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, ঘটনার জেরে সীমান্ত অঞ্চলে পাঁচকিলোমিটার পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। গত ১২ ঘণ্টায় এ নিয়ে দুইপক্ষের মধ্যে দুইদফায় গোলাগুলির ঘটনা ঘটল।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারতশাসিত কাশ্মিরে ভারতীয় সামরিক বাহিনীর গাড়িবহরে হামলা চালায় পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ (জেইএম)। ওই হামলায় প্রাণ হারায় অন্তত ৪২ সেনা। এরপর একই মাসের ২৬ তারিখ পাকিস্তানে জেইএম’র শিবিরে হামলা চালানোর দাবি করে ভারত। তবে এই দাবি অস্বীকার করেছে পাকিস্তান। তাদের ভাষ্য, শিবিরে নয় ফাঁকা জঙ্গলে হামলা চালিয়েছে ভারত।

এ ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কের তীব্র অবনতি ঘটে। হামলা ও পাল্টা হামলায় এখন পর্যন্ত উভয়পক্ষের অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে।

সারাবাংলা/আরএ/একে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর