Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অযথা কাউকে হয়রানি করা যাবে না: সাঈদ খোকন


৬ মার্চ ২০১৯ ১৭:০২

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউন বিরোধী অভিযানের নামে কাউকে হয়রানি করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বুধবার (৬ মার্চ) দুপুরে নগর ভবনে আয়োজিত ‘পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউন সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় মেয়র এ সব কথা বলেন।

মেয়র সাঈদ খোকন বলেন, ‘কেমিক্যাল গোডাউন সরিয়ে নিতে ট্রাস্কফোর্সের চলমান অভিযান অব্যাহত থাকবে। কেমিক্যাল গোডাউন আছে এরকম ভবনের পুরোটা গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে না। যাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তারা আবেদন করলে ফের সংযোগ দেওয়া হবে।’

সাঈদ খোকন বলেন, ‘অভিযানের নামে কোনো ব্যবসায়ীকে নাজেহাল করা যাবে না। কেবলমাত্র ২৯টি কেমিক্যাল ও দাহ্য পদার্থের বাইরে কোনো অভিযান হবে না। কাউকে অযথা কষ্টও দেওয়া হবে না। এ ব্যাপারে যেমন ট্রাস্কফোর্সের সতর্ক থাকতে হবে তেমনি ব্যবসায়ীরাও সহযোগিতা করবেন।’

ডিএসসিসি মেয়র বলেন, ‘আগামী ছয়মাসের মধ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২৯ বিঘা জমির ওপর কেমিক্যাল পল্লী তৈরি করে সব কেমিক্যাল গোডাউন স্থানান্তর করা হবে। এর মধ্যে কোথায় মালামাল সরানো হবে তা আগামী দুই সপ্তাহের মধ্যে একটি লেআউট তৈরি করা হবে।’

প্লাস্টিক দানার ব্যাপারে তিনি বলেন, ‘প্লাস্টিকের দানা দাহ্য পদার্থ কি না তা পরীক্ষা-নিরীক্ষার জন্য বিস্ফোরক অধিদফতরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী যদি দেখা যায়, প্লাস্টিক দানা দাহ্য পদার্থ তাহলে ট্রাস্কফোর্সের করার কিছু থাকবে না। আর যদি প্লাস্টিক দানা কোনো দাহ্য পদার্থ না হয় সেক্ষেত্রে অভিযান শুধু হবে ২৯টি রাসায়নিক পদার্থের বিরুদ্ধে।’

বিজ্ঞাপন

বিস্ফোরক অধিদফতর ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘কেমিক্যাল ছাড়াও যদি পুরান ঢাকায় অন্য কোনো সমস্যা থাকে তাহলে সেটাও শনাক্ত করেন। আমরা আরেকটা নিমতলী ও চকবাজার চাই না।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারিখাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘চকবাজারে আগুন লাগার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেমিক্যাল গোডাউন সরাতে বলেছেন। কারোর কিছু করার নেই। তবে অভিযানে কাউকে হয়রানি করা যাবে না।’

সারাবাংলা/ইউজে/একে

কেমিক্যাল গোডাউন চকবাজার পুরান ঢাকা প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর