Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনিয়ম হলে নির্বাচনে ভোট বন্ধ করা হবে: শাহদাত হোসেন


৬ মার্চ ২০১৯ ১৮:৪৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সুনামগঞ্জ: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহদাত হোসেন বলেছেন, ‘নির্বাচনে আইনে প্রয়োগ করতে হবে। যদি কোনো কেন্দ্রে আগের রাতে ভোট দেওয়া বা কেন্দ্র দখল করে সামান্য কোনো অনিয়ম করা হয় নির্বাচন বন্ধ করে দেবেন।’

বুধবার (৬ মার্চ) পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি  এসব কথা বলেন।

শাহদাত হোসেন বলেন, ‘যদি মনে করেন কোনো চাপ আপনারা নিতে পারছেন না। সে ক্ষেত্রে আমাদের কাছে জানাবেন। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। কে কোন দলের প্রার্থী বা কে স্বতন্ত্র প্রার্থী তা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। সকলের এজেন্ট যেন কেন্দ্রে থাকতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। একটা প্রধান দল নির্বাচনে অংশ নেয়নি। সে কারণে কিছু ভোটার কম হতে পারে। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযতভাবে পালন করুন।’

রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আইনানুগভাবে যা যা করা দরকার রিটার্নিং কর্মকর্তা হিসেবে আপনারা তাই করুন।আপনারা বলেছেন নির্বাচনে কোনো প্রার্থীকে জরিমানা করতে হয় নাই সেজন্য আমি খুশি হতে পারি নাই। কিছু অনিয়ম হয় সেটা আমরা সকলে জানি। সব সময় সে দিকে লক্ষ রাখবেন। তবে আমরাও চাই, কোনো প্রাথীকে যেন জরিমানা করতে না হয়। সবাই যাতে আইন মানে।’

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইসরাফিল, পুলিশ সুপার বরকত উল্লাহ, বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল আলমসহ অনেকে।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর