Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টেশিসকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে’


৬ মার্চ ২০১৯ ১৯:২১

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) যেকোন মূল্যে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এটিকে কোনো অবস্থাতেই ব্যর্থ প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই না। টেশিসকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার এই চ্যালেঞ্জ ব্যর্থ হওয়ার কোনো রাস্তা নেই।’

বুধবার (৬ মার্চ) টঙ্গীতে টেশিস স্থাপনা পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি। তাদের স্বার্থ রক্ষা করতে হবে সবার আগে। আমাকে তা পারতেই হবে।’ এছাড়া কর্মকর্তাদের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘টেশিসকে সবল করতে কোনো ব্যর্থতা মেনে নেওয়া হবে না।’ তিনি এ বিষয়ে একটি পুর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মন্ত্রী আরও বলেন, ‘রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানটিকে স্বাধীন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে। কারও কাছে জিম্মি হয়ে লক্ষ্য অর্জন সম্ভব নয়। এত বিশাল অবকাঠামো থাকা সত্ত্বেও টেশিস পিছিয়ে থাকতে পারে না।’

সঠিক পরিকল্পনা গ্রহণ করলে টেশিসকে শক্তিশালী করা কঠিন হবে না মন্তব্য করে মোস্তাফা জব্বার বলেন, ‘টেশিসকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র। মার্কেট সার্ভে না করে কোনো ডিজিটাল পণ্য উৎপাদন ও বাজারজাতে সুফল আসে না। এতকাল বাজার ও উৎপাদন বিষয়ে কোনো গবেষণা ও কর্মপরিকল্পনা না থাকায় মন্ত্রী বিস্ময় প্রকাশ করেন।’ তিনি বলেন, টেশিস একটি প্রযুক্তি প্রতিষ্ঠান, এখানকার মানুষকে মেধা দিয়ে কাজ করতে হবে, প্রযুক্তিগত বিষয়ে আরও যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে। টেশিস-এর বিদ্যমান বিভিন্ন প্লান্টে নতুন প্রযুক্তির সমন্বয় করে কাজ করতে হবে।’

এসময় মন্ত্রী উৎপাদনের জন্য প্রস্তুত করা মোবাইল প্লান্ট, টেলিফোন ও পিএবিএক্স এবং ডিজিটাল মিটার প্লান্ট পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এমআই


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর