Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোয়ারীঘাটে পলিথিনের কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


৭ মার্চ ২০১৯ ০২:০৪

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকাঃ রাজধানীর সদরঘাট সোয়ারীঘাট এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন তৈরি ও দাহ্য পদার্থ মজুদ করার অভিযোগে ১৬ টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

বুধবার (৬ মার্চ) বিকেল তিনটা থেকে রাত ৯ টা পর্যন্ত চলা অভিযানে এসব কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন তৈরি ও দাহ্য রাসায়নিক পদার্থ মজুদ করায় রাজধানীর সোয়ারীঘাট এলাকায় ১৬টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ১৪ লাখ টাকা জরিমানা করা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এছাড়া ১১০ টন পলিথিন ও পলিথিন তৈরির উপাদানও জব্দ করা হয়েছে।

অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারাবাংলা/ইউজে/জেআইএল/

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর