Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারখানা বন্ধের প্রতিবাদে তেজগাঁওয়ে শ্রমিকদের বিক্ষোভ


৭ মার্চ ২০১৯ ১০:১১

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: গার্মেন্টস কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। শুরুতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও পরে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে সড়ক ছেড়ে দেন তারা। পরে সাতরাস্তা এলাকাতেই সড়কের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ অব্যাহত রেখেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে কারখানায় গিয়ে কাজে যোগ দিতে না পেরে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা সড়কে নেমে আসেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, শ্রমিক আন্দোলনের জেরে ১৩/১ ধারায় ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়। এর জেরে তেজগাঁওয়ের সাত রাস্তায় সড়ক অবরোধ করে রাখে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা। ফলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, তীব্র যানজট দেখা দেয়।

শ্রমিকরা যেন সড়ক ছেড়ে দিয়ে আন্দোলন করে পুলিশ সেই চেষ্টা শুরু করে জানিয়ে ওসি বলেন, সকাল ১০টার কিছু পরে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে সড়ক ছেড়ে পাশে দাঁড়িয়ে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। ফলে ওইসব এলাকার সড়কে আবার যানচলাচল শুরু হয়।

সারাবাংলা/ইউজে/এসএমএন

তেজগাঁও শ্রমিক অবরোধ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর