Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যত বাধাই আসুক, পুরান ঢাকায় কোনো রাসায়নিকের গুদাম থাকবে না’


৭ মার্চ ২০১৯ ১১:১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর চকবাজারে দাহ্য পদার্থের শোরুম থাকলেও কোনো গোডাউন থাকতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কারও ব্যবসা নষ্ট করতে চাইনা। গোডাউনের জন্য আলাদা জায়গা করে দেওয়া হবে। যে যতো বাধাই দিক, পুরান ঢাকায় কোনও রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম থাকবে না।’

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এসময় শপথ অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করতে নতুন মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ কাউন্সিলরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে দক্ষিণে যে আগুনটা লাগল এটা অত্যন্ত দুঃখজনক, কাজেই ইতোমধ্যে এখানে এই ধরনের দাহ্য পদার্থ থাকতে পারবে না। আমরা আলাদা জায়গা খুঁজে করে দিচ্ছি। তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না। কিন্তু যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না। এখানে তারা তাদের শোরুম রাখতে পারবে। পণ্য বিক্রি করতে পারবে কিন্তু গোডাউনের জন্য সম্পূর্ণ আলাদা জায়গা করে দেবো। যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলো থাকতে পারে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘একবার নিমতলী হয়ে গেল, দ্বিতীয়বার আরেকটি ঘটনা। কতগুলো মানুষের জীবন চলে গেল। কাজেই এখানে যে যত বাধাই দিক। কোন বাধাই কিন্তু আমরা মানবো না। আমরা কিন্তু এটা নিয়ে যাবো।’

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কপোরেশনের নগরপিতা হিসাবে নবনির্বাচিত আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করার প্রধানমন্ত্রী। এছাড়া উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বিজ্ঞাপন

২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে অনুষ্ঠিত উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

সারাবাংলা/এনআর/এসএমএন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাসায়নিকের গুদাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর