পুলিশের আশ্বাসে বিক্ষোভ শেষে ফিরেছেন শ্রমিকরা
৭ মার্চ ২০১৯ ১৩:০২
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: মালিক পক্ষ এবং বিজিএমইএর নেতাদের সঙ্গে কথা বলে শ্রমিকদের সমস্যার সমাধান করার বিষয়ে পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে চলে গেছেন বিক্ষোভরত গার্মেন্টস শ্রমিকরা।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল থেকে বেশ কয়েকঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভের পর পুলিশের আশ্বাসে ফিরে যান শ্রমিকরা।
কারখানা বন্ধের প্রতিবাদে তেজগাঁওয়ে শ্রমিকদের বিক্ষোভ
পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার সালমান হাসান সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যাওয়ার পর পুলিশ যানচলাচল স্বাভাবিক করতে কাজ করছে।
এর আগে সকাল পৌনে ৮টার দিকে কারখানায় গিয়ে কাজে যোগ দিতে না পেরে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা সড়কে নেমে আসেন।
শ্রমিকদের ৩ ঘণ্টার অবরোধে রাজধানীতে যান চলাচলে স্থবিরতা
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, শ্রমিক আন্দোলনের জেরে ১৩/১ ধারায় ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়। এর জেরে তেজগাঁওয়ের সাত রাস্তায় সড়ক অবরোধ করে রাখে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা। ফলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, তীব্র যানজট দেখা দেয়।
সারাবাংলা/এসএইচ/এসএমএন