আদালত ভবনে লিফট দুর্ঘটনায় জেলা জজের তদন্ত কমিটি
৭ মার্চ ২০১৯ ১৫:০৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর পুরাতন জেলা জজ ভবনে লিফট ছিঁড়ে যাওয়ার ঘটনার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল চৌধুরী। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এই তদন্ত কমিটির কমিটির সদস্যরা হলেন— প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজ প্রদীপ কুমার রায়, প্রথম যুগ্ম জেলা দায়রা জজ উৎপল ভট্টচার্য, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান ও গণপূর্ত ভবন অধিদফতর কর্মকর্তা কাজী মুশফিক আহম্মেদ।
আরও পড়ুন: ঢাকা জজ কোর্টের লিফট ছিঁড়ে আহত ১০
এদিকে, এ দুর্ঘটনায় জেলা ও দায়রা জজ আদালতের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুরাতন জেলা জজ ভবন হিসেবে পরিচিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিপরীত দিকের ভবনে এই দুর্ঘটনা ঘটে। এসময় ১০ থেকে ১২ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও তিন জনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন- জজ কোর্টে লিফট ছেঁড়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, মোট ৯ জন রোগী হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে তিন জনের মাথায় ইনজুরি রয়েছে। দুর্ঘটনায় মোট আহত রোগীর সংখ্যা পরবর্তীতে নিশ্চিত হওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।
এর মধ্যে আহতদের দেখতে ঢামেক হাসপাতালে গিয়েছেন আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক। তিনি বলেন, এটি একটি দুর্ঘটনা। আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করি তারা সুস্থ হয়ে যাবেন। ভবনটির জন্য নতুন লিফট নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সারাবাংলা/এআই/আরএ/টিআর