Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাড়ার ‘বড় ভাই-ছোট ভাই’ বিরোধে হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার


৭ মার্চ ২০১৯ ১৪:২৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: এক বছর আগে চট্টগ্রাম নগরীর ইসলামিয়া কলেজের মোড়ে পাড়ার ‘বড় ভাই-ছোট ভাইকেন্দ্রিক’ বিরোধে চাঞ্চল্যকর ‘ইব্রাহিম হত্যাকাণ্ডে’র ঘটনা ঘটে। সেই খুনের ঘটনায় আল আমিন ভুলু (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে নগরীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আল আমিন ভুলু চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বাসিন্দা নুর উদ্দিন নুরুর ছেলে।

বিজ্ঞাপন

এ নিয়ে ইব্রাহিম হত্যাকাণ্ডে জড়িত ৬ জন গ্রেফতার হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো.আব্দুর রউফ।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, আল আমিনের নাম মামলার এজাহারে ছিল না। আগে গ্রেফতার হওয়া পাঁচজনকে জিজ্ঞাসাবাদে ও তাদের জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত আল আমিনের নাম এসেছিল। ঘটনার পর থেকে আল আমিন পলাতক ছিল। সম্প্রতি সে আবার এলাকায় ফিরে এসেছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করেছি।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে নগরীর সদরঘাট থানার ইসলামিয়া কলেজের মোড়ে নীল হোটেলের সামনে ইব্রাহিমকে একা পেয়ে প্রতিপক্ষ এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ইব্রাহিমের মা মনোয়ারা বেগম সদরঘাট থানায় একটি হত্যা মামলায় দায়ের করেন। মামলার এজাহারে সদরঘাট থানার সাহেবপাড়া এলাকায় ক্রিকেট খেলা নিয়ে বড় ভাই-ছোট ভাইকেন্দ্রিক বিরোধে খুন হওয়ার কথা উল্লেখ আছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনএইচ

আসামি গ্রেফতার চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর