এবার জম্মু-কাশ্মিরের বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলা, নিহত ১
৭ মার্চ ২০১৯ ১৬:৪৬
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
সংঘাতপূর্ণ ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের একটি বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলায় অন্তত ১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার (৭ মার্চ) এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, কোন একটি বাসের নিচে গ্রেনেডটি গোপন করে রাখা হয়েছিল। হতাহতরা বেশিরভাগই বাস ড্রাইভার ও কন্ট্রাক্টর।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আমরা ভেবেছিলাম বাসের চাকার টায়ার ফেটেছে। কিন্তু পরেই বুঝতে পারলাম এটি বড় ধরনের একটি বিস্ফোরণ।
পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের আস্তানায় ভারতের বিমান বাহিনীর হামলার এক সপ্তাহ পর এই গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটলো। এই জঙ্গি গোষ্ঠী ভারতের অভ্যন্তরে জঙ্গি হামলা চালিয়ে থাকে।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় তথ্য সংগ্রহের কাজ চলছে। জড়িতদের খুঁজে বের করা হবে।
সারাবাংলা/এনএইচ