Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানায় কেউ বেড়াতে আসে না: আইজিপি


৭ মার্চ ২০১৯ ১৭:০৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

লক্ষ্মীপুর: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডা. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘থানায় কেউ বেড়াতে আসে না, বিপদে পড়ে আসে। তাই থানা হবে সেবার কেন্দ্রবিন্দু।’ বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

জাবেদ পাটোয়ারী বলেন, ‘থানা ভয়ের জায়গা নয়। এখানে লোকজন আসবে সেবা নিতে। কিন্তু সেবা নিতে গিয়ে কোনো নিরীহ লোকজন হয়রানির শিকার হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘সামনে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’ এসময় ভোটের সময় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করার নির্দেশ দেন তিনি।

জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগের পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত ডিআইজি রোকন উদ্দিন মাহমুদ, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর