Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাট ফাঁকির অভিযোগে ইংলিশ মিডিয়াম স্কুলে অভিযান


৭ মার্চ ২০১৯ ১৭:১৮

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: ভ্যাট ফাঁকির অভিযোগে রাজধানীর মাজার রোডে ইংরেজি মাধ্যমে পরিচালিত এক স্কুলে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব রোর্ড। গত ৬ বছরে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলটি ৮০ লাখ ৪৭ হাজার টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে।

ঢাকা পশ্চিম কমিশনারেটের কমিশনার ড. মইনুল খান সারাবাংলাকে জানান, গত ৬ মার্চ সহকারী কমিশনার জুয়েলা খানমের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। অভিযানের পরদিন তাদের হিসাব-নিকাশ যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে তারা ৮০ লাখ ৪৭ হাজার টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। বিভিন্ন খরচের ওপর আদায় করা ভ্যাট সরকারি কোষাগারে জমা দেওয়ার বিধান থাকলেও ওই শিক্ষা প্রতিষ্ঠানটি তা করেনি।

ড. মইনুল খান জানান, ওই শিক্ষা প্রতিষ্ঠানের বাণিজ্যিক হিসাবপত্র জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্যাট আইনে মামলা করা হয়েছে।

উল্লেখ্য হাইকোর্টের একটি রিটের সূত্রে ইংলিশ মিডিয়াম স্কুলের উপর ভ্যাট আদায়ে নিষেধাজ্ঞা ছিল। সম্প্রতি ঐ নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হয়েছে এবং বর্তমানে নিয়মিত ভ্যাট আদায়ে বাধা নেই।

স্কুলটিতে পাঁচ শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। স্কুলে ‘ও’ এবং ‘এ‘ লেভেল পর্যন্ত কারিকুলাম বিদ্যমান।

সারাবাংলা/এসজে/একে

ভ্যাট ফাঁকি. মেথোনিস্ট স্কুল

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর