Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরিয়া-সোডা মিশিয়ে বানানো হতো চানাচুর


৭ মার্চ ২০১৯ ১৭:২৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ক্ষতিকর ইউরিয়া, সোডা ও কাপড়ে ব্যবহৃত মাড় দিয়ে বানানো হতো চানাচুর। বৃহস্পতিবার (৭ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিষয়টি ধরা পড়ে। এসময় আনি ফুডস নামের একটি কারখানাকে জরিমানা করা হয়।

দুপুরে খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। অভিযানে থাকা আদালতের পেশকার মিলন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তেলকুপি এলাকার আনি ফুডস কারখানা ক্ষতিকর ইউরিয়া, সোডা ও কাপড়ের মাড় দিয়ে চানাচুর তৈরি করতো। গোপন সংবাদে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এসময় ইউরিয়া ও সোডা দিয়ে চানাচুর তৈরি করার বিষয়টি হাতেনাতে ধরা পরে।

এছাড়া ওই প্রতিষ্ঠানের বিএসটিআই এর ছাড়পত্র, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, কলকারখানা প্রতিষ্ঠান অধিদফতরের সনদপত্র, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও ট্রেড লাইসেন্সও ছিল না। পরে ওই প্রতিষ্ঠানের মালিক শহীদুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর