Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটকল শ্রমিকদের বিক্ষোভ ও লাঠি মিছিলে উত্তাল খুলনা


২১ জানুয়ারি ২০১৮ ১৩:১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, খুলনা

খুলনায় পাটকল শ্রমিকদের কর্মবিরতির ২২তম দিনে অর্ধলক্ষ শ্রমিক বিক্ষোভ ও লাঠি মিছিল করেছেন। বকেয়া মজুরী পরিশোধসহ ১১ দফা দাবিতে খুলনা- যশোর অঞ্চলের আট পাটকলের শ্রমিকরা গত ২৮ ডিসেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন।

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন সারাবাংলায়

আজ সকাল ১০ টায় পাটকলের শ্রমিকরা নিজ নিজ মিল গেটে জড়ো হয়ে একযোগে এ লাঠি মিছিলে যোগ দেয়। এ বিক্ষোভ মিছিল শিল্পাঞ্চলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলগেটে শেষ হয়। শ্রমিকরা লাঠি মিছিলে পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও বিজেএমসির চেয়ারম্যানকে অযোগ্য ঘোষণা করে তাদের পদত্যাগের দাবীতে শ্লোগান দেয়।

এসময়  সমাবেশে বক্তৃতা করেন পাটকল সিবিএ নন সিবিএ পরিষদের কার্যকরী আহ্বায়ক সোহরাব হোসেন, যুগ্ম আহ্বায়ক কওছার আলী, গাজী মাসুম. জাকির হোসেন, আব্দুর রশিদ, আবু হানিফ, খলিলুর রহমান সহ নেতৃবৃন্দ।

বকেয়া মজুরী পাওনার দাবিতে গত ২৮ ডিসেম্বর থেকে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, ষ্টার, ইর্ষ্টাণ, আলীম ও জেজেআই এবং ৩০ ডিসেম্বর থেকে খালিশপুর জুট মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর থেকে তারা আর কাজে যোগ দেয়নি।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর