Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীতাকুণ্ডে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধ, গ্রেফতার ৪


৭ মার্চ ২০১৯ ১৯:৫১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বন্দুকযুদ্ধের পর ৪ ডাকাতকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে পুলিশ। বন্দুকযুদ্ধে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (৬ মার্চ) গভীর রাতে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় এই ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার ওসি দেলওয়ার হোসেন সারাবাংলাকে বলেন, ‘সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় সৈয়দ মনজুর হায়াতের বাড়িতে লুট করতে গিয়েছিল একদল ডাকাত। খবর পেয়ে আমাদের ফোর্স দ্রুত ঘটনাস্থলে যায়। পরে আমিসহ সিনিয়র অফিসাররাও ঘটনাস্থলে পৌঁছে। আমরা ডাকাতদলকে ঘিরে ফেললে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। আমরাও গুলি ছুড়ি। ওই দলে ১০-১২ জন ডাকাত ছিল। আমরা ৪ জনকে আটক করতে পেরেছি।’

বন্দুকযুদ্ধে সীতাকুণ্ড থানার ওসি দেলওয়ার হোসেন, পরিদর্শক (গোয়েন্দা) সুমন বণিক, উপপরিদর্শক (এসআই) হারুনসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের পরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

গ্রেফতার চারজন হল- চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের আবুল কাসেমের ছেলে মো. সোহাগ (৩৪), সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর কাজীপাড়ার শফিউল আলমের ছেলে মো. সালাউদ্দিন (৩১), সলিমপুর উত্তর ফকিরপাড়ার ফকির আহম্মদের ছেলে কামরুল হাসান (২৬) ও কুমিল্লার ছোট তুলাগাঁও গ্রামের নুরুল হকের ছেলে রবিউল হাসান জুয়েল (২২)।

ডাকাতদের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ১টি পয়েন্ট টু টু বোরের রাইফেল, ১টি দেশিয় তৈরি এলজি, ৯টি রকেট ফ্লেয়ার জাতীয় বিস্ফোরক, ১৪টি কার্তুজ এবং ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমআই

চট্টগ্রাম ডাকাত

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর