Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ শেষ, গণনা শুক্রবার


৭ মার্চ ২০১৯ ১৯:৫০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বৃহত্তর ঢাকা আইনজীবী সমিতির ২০১৯-২০ মেয়াদের নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৯টায় ভোট শুরু হয়ে, শেষ হয় বিকেল ৫টায়। মাঝে এক ঘণ্টার বিরতি ছিলো।

এদিন চার হাজার ৭২২ জন ভোটার ভোট দেন। আগামীকাল শুক্রবার (৮ মার্চ) বিকেল ৩টা থেকে ভোট গণনা শুরু হবে। এরপর ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।

গত ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণের প্রথম দিনে ৪ হাজার ৬৪২ জন ভোট দেন। বৃহত্তর ঢাকা আইনজীবী সমিতির মোট ভোটার ১৭ হাজার ৮৯৭ জন। সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকায় দ্বিতীয় দিনের ভোটগ্রহণ পেছানো হয়েছিল।

এর আগে, গত ৩১ জানুয়ারি ঢাকা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ঢাকা বার আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীরা সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা নীল প্যানেল মোট ২৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা প্যানেল থেকে সভাপতি পদে গাজী শাহ আলম, সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান খান রচি, সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মাদ হাবিবুর রহমান, সহ-সভাপতি পদে মো. জাহাঙ্গীর হোসেন দুলাল, কোষাধ্যক্ষ পদে আব্দুল জলিল আফরাদ (কবির), জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মাদ জাহাঙ্গীর আলম মোল্লা, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মাদ ওমর ফারুক আসিফ প্রার্থী হয়েছে।

এছাড়া গ্রন্থাগার বিষয়ক সম্পাদক পদে মো. আতাউর রহমান খান রুকু, সাংস্কৃতিক সম্পাদক পদে শায়লা পারভীন পিয়া, দফতর সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম কাদির, ক্রীড়া সম্পাদক পদে মো. উজ্জ্বল মিয়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে হুমায়ুন খন্দকার টগর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্যপদে প্রার্থীরা হলেন- আয়েশা বিনতে আলী, এএইচএম শফিকুল ইসলাম মোল্লা সোহাগ, হায়াত আল মাহমুদ জিকু, কাওছার হাসান, মো. সাব্বির হাসান, মো. বাহারুল ইসলাম বাহার, মো. হাসান আকবার আফজাল, মো. ইব্রাহিম হোসেন, মো. জুয়েল শিকদার, মো. মাসুম মিয়া, মো. মাসুম মৃধা, সাইফুল ইসলাম, সৌরভ হোসেন, তানভীর আহমেদ সজিব ও তুষার ঘোষ।

সাদা প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমিতির সাবেক সভাপতি কাজী নজিউল্ল্যাহ হিরু বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। একসঙ্গে সবাই কাজ করছি। আশা করছি, আমরা অধিকাংশ পদেই জয়লাভ করব।’

অন্যদিকে নীল প্যানেল থেকে লড়ছেন- সভাপতি পদে মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান, জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে আব্দুস সালাম দেওয়ান, সহ-সভাপতি পদে এ আর মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. লুৎফর রহমান আজাদ, জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক পদে মো. নিহার হোসেইন ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাখাওয়াত উল্লাহ ভুইয়া ছোটন।

এছাড়া গ্রন্থাগার বিষয়ক সম্পাদক পদে মো. জিয়াউল হক জিয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে মোরশেদা খাতুন শিল্পী, দফতর সম্পাদক পদে মো. জুলফিকার আলী হায়দার জীবন, ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম আকাশ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই প্যানেলে সদস্য পদের প্রার্থীরা হলেন- আজহার উদ্দিন রিপন, কাজী রাওশান দিল আফরোজ, এম.আর. রাসেল, মো. বাবুল আক্তার, মো. ইব্রাহিম খলিল, মো. ইকবাল মাহমুদ সরকার, মো. মেহেদী হাসান জুয়েল, মো. রাসেদুল ইসলাম রাসেল, মোহাম্মাদ ইব্রাহিম (স্বপন), মোহাম্মাদ মোস্তফা কামাল, মো. ইয়াছিন মিয়া, মোসা. ফারহানা আক্তার লুবনা, নজরুল হক সুভা, শাহীন সুলতানা খুকি ও সাদেকুল ইসলাম ভুঁইয়া জাদু।

নীল প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। তাই আশা করছি, গতবারের ফলাফলের চেয়ে আমাদের এবারের ফলাফল অনেক ভালো হবে।’

সারাবাংলা/এআই/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর