দেশে প্রথমবারের মতো ‘সি-থ্রি’ সম্মেলন শুক্রবার
৭ মার্চ ২০১৯ ২০:২৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞদের বৈজ্ঞানিক সেমিনার ‘সি-থ্রি’ (কমপ্লেক্স কার্ডিওভাসকুলার কনক্লেভ)। আগামীকাল শুক্রবার (৮ মার্চ) হোটেল লা-মেরিডিয়ানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগ এবং আমেরিকার কমপ্লেক্স কার্ডিওভাসকুলার কনক্লেভ এর যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে দিনব্যাপী বাংলাদেশ, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জার্মানি ও সুইডেনের হৃদরোগ বিশেষজ্ঞদের সমন্বয়ে ইন্টারভেনশন কার্ডিওলজি বিষয়ে সম্মেলন হবে।
সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশন কার্ডিলজিস্ট এবং বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানা যায়।
সম্মেলনের সমাপ্তি অংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
উল্লেখ্য, সি-থ্রি (কমপ্লেক্স কার্ডিওভাসকুলার কনক্লেভ) আমেরিকার ইনটারভেনশন কার্ডিলজিস্টদের একটি বৈজ্ঞানিক সম্মেলন। যেটা আমেরিকাসহ বিশ্বের কয়েকটি দেশে অনুষ্ঠিত হয়। এবারই প্রথম এ থ্রিজি সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান থ্রিজি বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেব দায়িত্ব পালন করছেন।
সম্মেলন দেশের বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকদের মধ্যে- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমানসহ অধ্যাপক ডা সোহরাবউজ্জামান, ডা. শামস মনওয়ারসহ বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।
সারাবাংলা/জেএ/এমও