মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভেজাল খাবার, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
৭ মার্চ ২০১৯ ২১:৩৪
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর শ্যামলীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভেজাল খাবার বিক্রির অপরাধে তিনটি ফার্মেসি ও একটি হোটেলকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক (ঢাকা) আব্দুল জব্বার মণ্ডলের তত্বাবধানে এবং এপিবিএন-১১-এর সদস্যদের সহায়তায় অভিযান পরিচালনা করেন অধিদফতরের উপসচিব মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
অভিযানে বিসমিল্লাহ ফার্মেসিকে ১০ হাজার টাকা, পপুলার হোটেলকে ১৫ হাজার টাকা, ট্রমা সেন্টার ফার্মেসিকে ১০ হাজার টাকা ও সিটি গার্ডেন হোটেলকে ৩০ হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপসচিব মনজুর মোহাম্মদ শাহরিয়ার সারাবাংলাকে বলেন, ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শ্যামলীর বিভিন্ন ফার্মেসি ও হোটেলে অভিযান চালানো হয়েছে। অভিযানে তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং একটি খাবার হোটেলে ভেজাল খাদ্য পাওয়া গেছে। তাই এসব প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৭, ৪৫ ও ৫১ ধারায় মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরণের অপরাধ না করে তাদের থেকে এ বিষয়ে মুসলেকাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সারাবাংলা/এসএইচ/এমআই