শুক্রবারের মধ্যে ৬ এমপিকে নিজ নিজ এলাকা ছাড়ার নির্দেশ ইসির
৭ মার্চ ২০১৯ ২২:৩১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: শুক্রবারের (৮ ফেব্রুয়ারি-শুক্রবার) মধ্যে ছয় জন সংসদ সদস্য (এমপি)কে নিজ নিজ নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলা নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগে তাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব এলাকায় আগামী ১০ মার্চ প্রথম ধাপে ৮৬ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে পাঠানো হয়েছে।
এই প্রসঙ্গে ইসির সহকারী পরিচালক আশাদুল হক সারাবাংলাকে বলেন, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় এই এমপিকে নিজ-নিজ নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা হলেন—সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেন গুপ্তা, কুড়িগ্রাম-৩ আসনের এম এ মতিন, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির, কুড়িগ্রাম-১ আসনের আছলাম হোসেন সওদাগর, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন ও লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেন। তাদের সবাইকেই ৮ মার্চের মধ্যে সংশ্লিষ্ট এলাকা ত্যাগের জন্য চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৬০ উপজেলা চেয়ারম্যান
উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ মার্চ প্রথম ধাপের ৮৬ উপজেলায়, ১৮ মার্চ দ্বিতীয় ধাপে ১২৪ উপজেলায়, ২৪ মার্চ তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় এবং ৩১ মার্চ চতুর্থ ধাপের ১২২ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে চার ধাপের ৪৫৯ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে মোট ৫ হাজার ৮২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১ হাজার ৩৬৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ হাজার ৪০৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ হাজার ৬৭০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সারাবাংলা/জিএস/এমএনএইচ