Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সদরঘাটে নৌকা ডুবে নিখোঁজ ৬, আহত ১


৮ মার্চ ২০১৯ ০০:৫২

||স্টাফ করেসপন্ডেন্ট||

ঢাকা: রাজধানীর সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে ডিঙি নৌকা ডুবে শিশুসহ ছয়জন নিঁখোজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় শাহজাহান নামে একজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সোয়া দশটার দিকে ছোট্ট ডিঙি নৌকা বেয়ে কামরাঙ্গীরচর এলাকা থেকে শরীয়তপুর যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে। এতে দুই জন নারী ও তিনজন শিশুসহ মোট ছয়জন নিখোঁজ রয়েছে। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুর রাজ্জাক।

নৌ-বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুর রাজ্জাক সারাবাংলাকে বলেন, কামরাঙ্গীরচর এলাকা থেকে একটি ছোট্ট ডিঙি নৌকা বেয়ে দুই নারী ও তিনজন শিশুকে নিয়ে শরীয়তপুর যাচ্ছিল তারা। বুড়িগঙ্গা নদীর বরিশাল ঘাট পার হলেই শরীয়তপুর ঘাট। তারা বরিশাল ঘাট পার হয়ে যাওয়ার পরই ডিঙ্গিটি কাত হয়ে ডুবে যায়। ডিঙ্গিতে থাকা সাতজনের মধ্যে একজনকে পাওয়া গেলেও বাকি ছয়জনকে এখনও পাওয়া যায়নি। ওই একজনকে পা ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

বিআইডব্লিউটিএ এর যুগ্ম-পরিচালক (সদরঘাট) আরিফ হাসনাত সারাবাংলাকে বলেন, নৌকা ডুবির খবর পেয়েই ইতোমধ্যে সেখানে ডুবুরি দল নিঁখোজদের উদ্ধারে কাজ করছে। এ ঘটনায় শাহজাহান নামের একজনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে প্রথমে মিটফোর্ট হাসপাতাল এবং পরে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএইচ/জেআইএল/

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর