Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাচারকালে হিলি সীমান্ত থেকে ৬টি শিব লিঙ্গ উদ্ধার


৯ মার্চ ২০১৯ ০৩:২১

।। লোকাল করেসপন্ডেন্ট ।।

হিলি: ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ছয়টি শিব লিঙ্গ ও চারটি দেবমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকা দিয়ে পাচারকারীরা ভারত থেকে মূর্তিগুলো বাংলাদেশে আনার চেষ্টা করে।

মংলা বিশেষ ক্যাম্প কমান্ডার আবু সাঈদ জানান, একদল চোরা কারবারী সীমান্তের ঘাসুড়িয়া এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে মূর্তি পাচার করবে এমন গোপন সংবাদ পেয়েছিলাম আমরা। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকাবারীরা ৪টি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগে পিতলের তৈরি একটি শিব মূর্তি, একটি কালী মূর্তি, দু’টি রাধা কৃষ্ণের মূর্তি, ৩৫ কেজি ওজনের একটি লক্ষ্মীর মূর্তি ও ছয়টি শিব লিঙ্গ পাওয়া যায়। এগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এটি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর