Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের ৩দিনের কর্মবিরতি


২১ জানুয়ারি ২০১৮ ১৪:০২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুড়িগ্রাম

চাকরি জাতীয়করণের দাবিতে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ায় প্রোভাইডার এসোসিয়েশনের উদ্যোগে তিন দিনব্যাপী কর্মবিরতি পালন করছে স্বাস্থ্যকর্মীরা। রোববার সকাল ৯টা থেকে এ কর্মবিরতি শুরু হয়। যা চলবে দুপুর ৩টা পর্যন্ত। জেলার ৯ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।

এর মধ্যে সদর উপজেলার কর্মবিরতি পালন কালে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি হেল্থ কেয়ায় প্রোভাইডার এ্যাসসিয়েশন জেলা শাখার সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক মোঃ ফকরুল ইসলাম, শাকিন আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিক হতে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে  নিরলসভাবে কাজ করে আসছে কমিউনিটি হেল্থ প্রোভাইডারা। অথচ তাদের চাকুরী রাজস্বকরণ করা হচ্ছে না। তাই দ্রুত চাকুরী রাজস্বকরণ না হলে দেশব্যাপী অবিরাম ধর্মঘটের আহবান করা হবে। অবস্থান ধর্মঘট শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্বারক লিপি পেশ করেন।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর