Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড’ নির্যাতিত নারীদের উৎসর্গ করলাম


৯ মার্চ ২০১৯ ১২:১৬ | আপডেট: ৯ মার্চ ২০১৯ ১৪:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: আমার সব সম্মাননাই দেশের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যে সম্মাননাই পাই না কেন সব আমার দেশের মানুষের। এবারও যে আন্তর্জাতিকভাবে সম্মাননাটা পেয়েছি সেটা বাংলাদেশের সকল মা-বোন এবং বিশ্বের সকল নির্যাতিত নারীর জন্য উৎসর্গ করছি।’

শনিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উদযাপন অনুষ্ঠানে ‘লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী একথা বলেন।

গত ৭ মার্চ বার্লিনে সিটি কিউব আইটিবিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এই পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন (আইএসএডব্লিউ) এই পদক দিয়ে থাকে। জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে এই পদক গ্রহণ করেন। এসময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপস্থিত ছিলেন। নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান এবং দক্ষিণ এশীয় অঞ্চলে দক্ষ নেতৃত্বের জন্য এই পদক অর্জন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ৫ জন নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। প্রথম পর্ব শেষে এক সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এনআর/জেএএম

প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর