Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে উ. কোরিয়া


৯ মার্চ ২০১৯ ১৫:৩৬

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

একটি রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের নিকটে অবস্থিত একটি স্থাপনার স্যাটেলাইট ছবি দেখে এমনটা জানিয়েছেন বিশ্লেষকরা। রকেটটি কোনো ক্ষেপণাস্ত্র বা স্যাটেলাইট হতে পারে। খবর বিবিসির।

রকেট উৎক্ষেপণ কেন্দ্রটি সানুমডং নামে পরিচিত। উত্তর কোরিয়া তাদের বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট জমা করেছে।

গত সপ্তাহে মার্কিন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে, উত্তর কোরিয়া তাদের প্রধান রকেট উৎক্ষেপণ কেন্দ্র পুন:নির্মাণ করছে। যদিও গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠক শেষে স্থাপনাটি ভাঙার কাজ শুরু হয়েছিল।

এদিকে, শুক্রবার (৮ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালু করলে তিনি খুবই হতাশ হবেন।

তিনি বলেন, আমি নেতিবাচকভাবে বিস্মিত হবো, তিনি (কিম) যদি আমাদের বোঝাপড়ার বাইরে কিছু করেন। আমরা দেখবো কি হয়। পরীক্ষা চালালে আমি খুবই হতাশ হবো।

বিশ্লেষকদের বিশ্বাস, এ পর্যায়ে এসে পিয়ংইয়ং কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবে না। খুব সম্ভবই একটি স্যাটেলাইট উৎক্ষেপিত হবে।

তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, স্যাটেলাইট উৎক্ষেপণ করলেও ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার প্রতিশ্রুতি ভাঙা হবে।

সারাবাংলা/ আরএ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর