Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতির পিতা দূরদর্শী রাষ্ট্রনায়কই নন সফল প্রশাসকও ছিলেন’


৯ মার্চ ২০১৯ ২২:৩৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও বিশ্বনায়কই ছিলেন না, তিনি অত্যন্ত সফল একজন প্রশাসকও ছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নির্বাচনী অফিসে এই অনুষ্ঠান হয়।

এইচ টি ইমাম বলেন, ‘স্বাধীনতার পরে বঙ্গবন্ধু একটি ভেঙে পড়া চূর্ণ-বিচূর্ণ অর্থনীতির বিধস্ত দেশকে পুর্নগঠন করেছিলেন। এক কোটির বেশি মানুষকে পুর্নবাসন; দেশের মধ্যে দুই কোটি মানুষ, রাজাকার-আলবদর ও পাকিস্তানিদের অত্যাচারে বাস্তুচ্যুত হয়েছিলেন। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা। সেইটি কাজটি বঙ্গবন্ধু কি চমৎকার ভাবেই না করেছিলেন।’

বঙ্গবন্ধুকে নিয়ে অনেক গবেষণা করা হয়েছে, অনেক বই লেখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু স্বাধীনতার পরে যে সমস্ত বিকৃত ইতিহাস; আমি ইতিহাস ঠিক বলবো না, বলবো বিকৃত গল্প ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত বলা যায়- দুটো প্রজন্মকে একটানা বিকৃত তথ্য দেওয়া হয়েছে। তাদের ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি এখন গর্ব করে বলতে পারি- সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি।’

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, ‘এটি এমন একটি ভাষণ যেটি ৭ মার্চের পরে থেকে পুরো মুক্তিযুদ্ধের সময় পর্যন্ত প্রতিটি কেন্দ্রে যুব শিবিরে, এমন কোনও জায়গা ছিল না যেখানে এই ভাষণ বাজানো হয়নি। এই ভাষণই ছিল আমাদের স্বাধীনতার মূলমন্ত্র। তারপর এই যে এতদিন পার হয়ে গেল, এই ভাষণের প্রতি আকর্ষণ একটুও কমেনি।’

বিজ্ঞাপন

প্রকাশিত বইটির প্রশংসার পাশাপাশি কিছু বিষয়ে সংশোধনেরও পরামর্শ দেন এইচ টি ইমাম। তিনি বলেন, ‘এই বইটিতে কয়েকটি কাজ সম্পাদনায় ভাল করেছেন। প্রথমেই বঙ্গবন্ধুর জীবনপঞ্জি। জন্ম থেকে শুরু করে প্রত্যেকটি বছর, মাস, প্রতিটি দিনক্ষণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু পরে একটি জায়গায় এসে বড় ধরনের ভুল করে ফেলেছেন। আসলে রাষ্ট্রের পর আসে স্বাধীনতা। সরকার কখনো স্বাধীনতা ঘোষণা করে না। এই বিষয়টি ভুল হয়েছে।’

আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য ও বইটির সম্পাদনাকারী অ্যাডভোকেট শামীম সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাশিদুল আলম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ড. সেলিম মাহমুদ প্রমুখ।

সারাবাংলা/এনআর/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর